০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

মাগুরায় অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ

কালেরধারা
  • আপডেট সময় ০২:০০:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ৫১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : সুবির ঘোষঃ

মাগুরা: অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে মাগুরা জেলা পরিষদের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ৩৮টি বিদ্যালয়ের মোট ২৭০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীকে ব্যাগ ও টিফিন বক্স, মাধ্যমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থীকে ব্যাগ, টিফিন বক্স ও জুতা, এবং ৩০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।আয়োজনে: উপজেলা প্রশাসন, মাগুরা সদর, মাগুরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। তিনি বলেন,
“আমরা আশা করি এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের হাল ধরবে। তারা যেন সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এবং পড়াশোনায় মনোযোগী হয়ে এদেশকে নতুনভাবে গড়ে তুলতে পারে।”

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, উপজেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম ও প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুজ্জামান খান প্রমুখ।

প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন,
“গাছকে যেমন পরিচর্যা করলে সুন্দর ফুল ও ফল পাওয়া যায়, তেমনি শিক্ষার্থীদের যত্ন ও সহায়তা করলে ভবিষ্যতে তারা সমাজ ও দেশের জন্য বড় অবদান রাখতে পারবে।”

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং অভিভাবকদের মধ্যেও দেখা যায় আনন্দ ও কৃতজ্ঞতার ছাপ।

নিউজটি শেয়ার করুন

মাগুরায় অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ

আপডেট সময় ০২:০০:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

বিশেষ প্রতিনিধি : সুবির ঘোষঃ

মাগুরা: অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে মাগুরা জেলা পরিষদের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ৩৮টি বিদ্যালয়ের মোট ২৭০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীকে ব্যাগ ও টিফিন বক্স, মাধ্যমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থীকে ব্যাগ, টিফিন বক্স ও জুতা, এবং ৩০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।আয়োজনে: উপজেলা প্রশাসন, মাগুরা সদর, মাগুরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। তিনি বলেন,
“আমরা আশা করি এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের হাল ধরবে। তারা যেন সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এবং পড়াশোনায় মনোযোগী হয়ে এদেশকে নতুনভাবে গড়ে তুলতে পারে।”

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, উপজেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম ও প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুজ্জামান খান প্রমুখ।

প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন,
“গাছকে যেমন পরিচর্যা করলে সুন্দর ফুল ও ফল পাওয়া যায়, তেমনি শিক্ষার্থীদের যত্ন ও সহায়তা করলে ভবিষ্যতে তারা সমাজ ও দেশের জন্য বড় অবদান রাখতে পারবে।”

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং অভিভাবকদের মধ্যেও দেখা যায় আনন্দ ও কৃতজ্ঞতার ছাপ।