উজিরপুর মডেল থানা টানা ছয়বার বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত
- আপডেট সময় ০২:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
বরিশাল জেলার গৌরবময় অর্জনে আবারও শীর্ষে উজিরপুর মডেল থানা। বিগত এক বছরের কর্মকালে টানা ৬ষ্ঠ বারের মতো বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে মনোনীত হয়েছে উজিরপুর মডেল থানা।থানার অফিসার ইনচার্জ (ওসি) এই সম্মাননা অর্জনের জন্য পুলিশ সুপার, বরিশাল মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন,বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে উজিরপুর মডেল থানাকে ৬ষ্ঠ বারের মতো পুরস্কৃত করায় পুলিশ সুপার মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একইসঙ্গে উজিরপুর থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের ধন্যবাদ জানাই, যাদের অক্লান্ত পরিশ্রম, সততা ও দায়িত্ববোধের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।উজিরপুর মডেল থানার এ ধারাবাহিক সাফল্য স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। থানার সদস্যরা জানিয়েছেন, জনগণের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাস দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপের কারণেই থানাটি বারবার শ্রেষ্ঠত্ব অর্জন করছে। স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, উজিরপুর মডেল থানা এভাবেই জনগণের পাশে থেকে নিরাপদ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।




















