রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মোংলায় উঠান বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় ১১:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি:
আজ ৯ নভেম্বর (রবিবার) বিকেল ৩টা ৩০ মিনিটে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কচুবুনিয়া বাজারে স্থানীয় বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন বিষয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সুন্দরবন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা দলবদ্ধ হয়ে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেন, “আওয়ামী লীগ দুর্বৃত্তায়নের রাজনীতি করেছে, আর আমরা করতে চাই সাম্যের রাজনীতি। প্রতিহিংসার রাজনীতি থেকে সবাইকে বিরত থাকতে হবে। আমরা চাই দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে।”
তিনি আরও বলেন, “সমুদ্র সম্পদ, সুন্দরবন ও মোংলা বন্দর ব্যবহারের মধ্য দিয়ে আমরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করতে চাই। সুন্দরবনের পাশে যারা বসবাস করেন, তাদেরকেই বন সংরক্ষণের দায়িত্ব নিতে হবে। এমনভাবে জীবিকা নির্বাহ করতে হবে যাতে প্রকৃতির কোনো ক্ষতি না হয়।”
এসময় তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে দলের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম ও শাকিল শেখ, সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খানজাহান সরদার, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা।


























