মাগুরা-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার যোগ্য দাবিদার আলী আহমেদ
 
																
								
							
                                - আপডেট সময় ০৭:০০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ৮০ বার পড়া হয়েছে
মাগুরা প্রতিনিধি:
৩০ মামলা, ২৫ বারের কারাবরণ— তারপরও দমে যাননি আলী আহমেদ। স্বপ্ন দেখেন আধুনিক, উন্নত ও মাদকমুক্ত মাগুরা গড়ার। বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের নিবেদিত প্রাণ এই নেতা এখন মাগুরা-১ আসনে দলের অন্যতম হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায়।
মুক্তিযোদ্ধা ও তিনবারের ইউপি চেয়ারম্যানের সন্তান আলী আহমেদ নিজেও ৬নং রাঘবদাইড় ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। প্রতিবারই তিনি জেলার সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন জনগণের ভালোবাসা ও আস্থা। তাঁর কর্মনিষ্ঠা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে দুইবার “মাগুরা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান” হিসেবে স্বর্ণপদকে ভূষিত করেছে।
১৯৮৮ সালে বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে আলী আহমেদ দ্রুতই সংগঠনের নেতৃত্বে উঠে আসেন। তিনি ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, দুইবারের সাধারণ সম্পাদক, সদস্য সচিব এবং বর্তমানে দ্বিতীয়বারের মতো জেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনে আলী আহমেদকে দিতে হয়েছে কঠিন মূল্যও। গত ১৭ বছরে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে ৩০টিরও বেশি মামলা, ২৫ বারের বেশি গ্রেফতার হয়েছেন তিনি। প্রায় তিন বছর কেটেছে কারাগারে। ১/১১ এর সময় টানা ১৬ মাস ছিলেন কারাগারে, যেখানে তিনি রিমান্ডে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। এমনকি ২০১৫ সালে তাকে না পেয়ে পুলিশ তার বাড়িতে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ ওঠে।
অসংখ্য নির্যাতন ও দমন-পীড়নের পরও আলী আহমেদ বিএনপির আদর্শে অনড় রয়েছেন। তাঁর একমাত্র লক্ষ্য— জনগণের সেবা ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা।
আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলে ও সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি মাগুরাকে আধুনিক, সুযোগ-সমৃদ্ধ একটি মডেল জেলায় রূপান্তর করতে চান। তাঁর অগ্রাধিকারের তালিকায় রয়েছে বেকারত্ব নিরসন, যুব উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, আইন-শৃঙ্খলা উন্নয়ন ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন।
স্থানীয় জনগণ বলেন— “বারবার জনপ্রতিনিধি হিসেবে সফলতা, তৃণমূলের সঙ্গে গভীর সম্পর্ক ও প্রতিকূলতার মধ্যেও সাহসী অবস্থান আলী আহমেদকে মাগুরা-১ আসনের সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।”
 
																			 
																		


























