০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

লাগি-বৈঠা হত্যার প্রতিবাদে গৌরনদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কালেরধারা
  • আপডেট সময় ১১:০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ::

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেটে সংঘটিত আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বাদ আছর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলামিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব হযরত মাওলানা কামরুল ইসলাম খান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর মো. সাইফুল ইসলাম, বরিশাল ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জাকির হোসেন, গৌরনদী উপজেলা সেক্রেটারি মো. বাইজিদ শরীফ, পৌর আমির আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান এবং উপজেলা সেক্রেটারি রুহুল আমিন সবুজ।

বক্তারা বলেন, ২৮ অক্টোবর ২০০৬ সালে আওয়ামী সন্ত্রাসীরা লগি-বৈঠা দিয়ে যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। তারা এ ঘটনার বিচার ও দোষীদের শাস্তি দাবি করেন।

বিক্ষোভ মিছিলটি গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

লাগি-বৈঠা হত্যার প্রতিবাদে গৌরনদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ১১:০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক ::

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেটে সংঘটিত আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বাদ আছর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলামিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব হযরত মাওলানা কামরুল ইসলাম খান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর মো. সাইফুল ইসলাম, বরিশাল ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জাকির হোসেন, গৌরনদী উপজেলা সেক্রেটারি মো. বাইজিদ শরীফ, পৌর আমির আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান এবং উপজেলা সেক্রেটারি রুহুল আমিন সবুজ।

বক্তারা বলেন, ২৮ অক্টোবর ২০০৬ সালে আওয়ামী সন্ত্রাসীরা লগি-বৈঠা দিয়ে যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। তারা এ ঘটনার বিচার ও দোষীদের শাস্তি দাবি করেন।

বিক্ষোভ মিছিলটি গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয়।