০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

কলেজ ছাত্রদের উপর বহিরাগতদের হামলা, আহত

কালেরধারা
  • আপডেট সময় ০৭:৫৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / ৩৬০ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে বহিরাগত নেশাগ্রস্তদের হামলায় অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীদের বরাত জানা যায়, দুপুরের দিকে বহিরাগত কয়েকজন যুবক—যাদের পরিচয় জীবন, হৃদয়, মহিন ও ইমন হিসেবে জানা গেছে—কলেজ প্রাঙ্গণে প্রবেশ করে নেশাজাতীয় দ্রব্য সেবন করতে থাকে। এসময় দায়িত্বশীল কয়েকজন ছাত্র তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে মারমুখী হয়ে ওঠে এবং হামলা চালায়।

হামলায় চার শিক্ষার্থী আহত হয়, এর মধ্যে রাইয়ান হাওলাদার গুরুতর আহত হয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

কলেজ শিক্ষার্থীরা অভিযোগ করেন, বহিরাগতদের দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে অবাধে প্রবেশ ও নেশাজাতীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

এদিকে ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে। কলেজ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

কলেজ ছাত্রদের উপর বহিরাগতদের হামলা, আহত

আপডেট সময় ০৭:৫৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে বহিরাগত নেশাগ্রস্তদের হামলায় অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীদের বরাত জানা যায়, দুপুরের দিকে বহিরাগত কয়েকজন যুবক—যাদের পরিচয় জীবন, হৃদয়, মহিন ও ইমন হিসেবে জানা গেছে—কলেজ প্রাঙ্গণে প্রবেশ করে নেশাজাতীয় দ্রব্য সেবন করতে থাকে। এসময় দায়িত্বশীল কয়েকজন ছাত্র তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে মারমুখী হয়ে ওঠে এবং হামলা চালায়।

হামলায় চার শিক্ষার্থী আহত হয়, এর মধ্যে রাইয়ান হাওলাদার গুরুতর আহত হয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

কলেজ শিক্ষার্থীরা অভিযোগ করেন, বহিরাগতদের দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে অবাধে প্রবেশ ও নেশাজাতীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

এদিকে ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে। কলেজ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।