গৌরনদী পৌর বিএনপির উদ্যোগে কর্মী ও আলোচনা সভা অনুষ্ঠিত
 
																
								
							
                                - আপডেট সময় ০৮:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ৩ বার পড়া হয়েছে
মোঃ আসিফ মাহমুদ,কালের ধারাঃ
গৌরনদী পৌর বিএনপির উদ্যোগে কর্মী ও আলোচনা সভা অনুষ্ঠিত
“ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয় সভা
বরিশালের গৌরনদী পৌর বিএনপির উদ্যোগে এক কর্মী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”—এই আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় বিএনপি নেতারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা নিতে হবে।
তারা আরও বলেন, “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক”—এটাই হবে মুক্তিকামী জনগণের নতুন অঙ্গীকার।
অনুষ্ঠানে গৌরনদী পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা আগামীর আন্দোলন ও নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
 
																			 
																		



















