০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

ইতালিতে বরিশাল সমিতির স্বপন-ইলিয়াসের নৈশভোজে প্রবাসী বরিশালবাসীর মিলনমেলা

কালেরধারা
  • আপডেট সময় ০৯:৫৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ৩৬৩ বার পড়া হয়েছে

রোম (ইতালি) প্রতিনিধি:

ইতালিতে প্রবাসী বরিশালবাসীদের নিয়ে আয়োজন করা হলো এক প্রাণবন্ত নৈশভোজের। সোমবার রাতে রোম সিটির সান পাওলো এলাকার জনপ্রিয় “পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে” বরিশাল সমিতির উদ্যোগে এই নৈশভোজের আয়োজন করেন সমিতির সভাপতি স্বপন হাওলাদার ও সাধারণ সম্পাদক ইলিয়াস মল্লিক।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ সমিতির অন্যতম কর্ণধার ও সাবেক সহসভাপতি মজিবুর রহমান সিকদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচ, নাসিম হাওলাদার, আমিনুল ইসলাম বাতেন,সজল মা‌ঝি, আজম শিকদার, আলমগীর জমাদ্দার, বরিশাল জেলা সমিতির সভাপতি স্বপন হাওলাদার, সাধারণ সম্পাদক ইলিয়াস মল্লিকসহ প্রবাসী বরিশালবাসীর বহু সদস্য।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমন হক ভুইয়া স‌রোয়ার সরদার,মামুন খান মশিউর সরদার, বাবু মু‌ন্সি,রিপন সরদার,বা‌কির তালুকদার, রুবেল মিয়া ভুট্টো, সাইদুল হাওলাদার, রোকন কা‌জি,আরিফ বেপারী, র‌নি বেপারী, তুহিন ঘরামী, শাহিন, জাহিদুল ইসলাম সোহেলসহ ইতালিতে বসবাসরত প্রবাসী পরিবারের নারী ও শিশুরাও।

 

নৈশভোজ অনুষ্ঠানে প্রবাসীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং প্রবাসে থেকেও বরিশাল তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানের শেষে সকলের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নৈশভোজ পরিবেশন করা হয় এবং প্রবাসী বরিশালবাসীদের ঐক্য ও সম্প্রীতির এই মিলনমেলা আনন্দঘন পরিবেশে শেষ হয়।


 

নিউজটি শেয়ার করুন

ইতালিতে বরিশাল সমিতির স্বপন-ইলিয়াসের নৈশভোজে প্রবাসী বরিশালবাসীর মিলনমেলা

আপডেট সময় ০৯:৫৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

রোম (ইতালি) প্রতিনিধি:

ইতালিতে প্রবাসী বরিশালবাসীদের নিয়ে আয়োজন করা হলো এক প্রাণবন্ত নৈশভোজের। সোমবার রাতে রোম সিটির সান পাওলো এলাকার জনপ্রিয় “পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে” বরিশাল সমিতির উদ্যোগে এই নৈশভোজের আয়োজন করেন সমিতির সভাপতি স্বপন হাওলাদার ও সাধারণ সম্পাদক ইলিয়াস মল্লিক।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ সমিতির অন্যতম কর্ণধার ও সাবেক সহসভাপতি মজিবুর রহমান সিকদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচ, নাসিম হাওলাদার, আমিনুল ইসলাম বাতেন,সজল মা‌ঝি, আজম শিকদার, আলমগীর জমাদ্দার, বরিশাল জেলা সমিতির সভাপতি স্বপন হাওলাদার, সাধারণ সম্পাদক ইলিয়াস মল্লিকসহ প্রবাসী বরিশালবাসীর বহু সদস্য।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমন হক ভুইয়া স‌রোয়ার সরদার,মামুন খান মশিউর সরদার, বাবু মু‌ন্সি,রিপন সরদার,বা‌কির তালুকদার, রুবেল মিয়া ভুট্টো, সাইদুল হাওলাদার, রোকন কা‌জি,আরিফ বেপারী, র‌নি বেপারী, তুহিন ঘরামী, শাহিন, জাহিদুল ইসলাম সোহেলসহ ইতালিতে বসবাসরত প্রবাসী পরিবারের নারী ও শিশুরাও।

 

নৈশভোজ অনুষ্ঠানে প্রবাসীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং প্রবাসে থেকেও বরিশাল তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানের শেষে সকলের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নৈশভোজ পরিবেশন করা হয় এবং প্রবাসী বরিশালবাসীদের ঐক্য ও সম্প্রীতির এই মিলনমেলা আনন্দঘন পরিবেশে শেষ হয়।