গৌরনদীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
 
																
								
							
                                - আপডেট সময় ০৮:১২:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ৩৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : গৌরনদী (বরিশাল)
গৌরনদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল লোকমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাজ্জাদ তোতা, সাবেক সাধারণ সম্পাদক পৌর যুবদল ও সাবেক সভাপতি উপজেলা ছাত্রদল জামাল হাওলাদার, পৌর বিএনপি নেতা মাসুদ হাসান মিঠু, সাবেক আহ্বায়ক বরিশাল উত্তর জেলা যুবদল মোল্লা মাহফুজ, বরিশাল জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. গফুর, উত্তর জেলা যুবদল সদস্য মাসুদুর রহমান মাসুদ ও মানিক মৃধা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাব।
এ সময় বক্তব্য রাখেন শাহাবুদ্দিন বেপারী, শাহিন সিকদার, আসিফ ইকবাল, কাজী আজগর, সিরাজুল ইসলাম, রাশেদ কবিরাজ, কিরন সরদার, মনির হাওলাদার ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হানিফ ইসলাম।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল আজও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে। তারা বলেন, দেশের প্রতিটি যুবককে সংগঠিত হয়ে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিতে হবে।
অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
																			 
																		



















