রোমে হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা
 
																
								
							
                                - আপডেট সময় ০১:৩৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
লিটন চৌধুরী, রোম | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
ইতালির রাজধানী রোমে হেফাজতে ইসলাম ইতালি শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রোমের একটি সম্মেলন কক্ষে সমন্বয়ক কমিটির আয়োজনে এ ঘোষণা সভা অনুষ্ঠিত হয়।
এতে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন মুফতি অলি উল্লাহ এবং সাধারণ সম্পাদক হন মাওলানা সাঈদ তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।
বিশেষ অতিথি ছিলেন ড. মাওলানা শোয়েব আহমদ — কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা গোলাম কিবরিয়া।

রোমের বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, প্রবাসী আলেম ও কমিউনিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।
বক্তব্যে প্রধান অতিথি বলেন,
“প্রবাসে থেকেও ইসলামি শিক্ষা ও আদর্শ প্রচারে হেফাজতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐক্য, ভ্রাতৃত্ব ও দাওয়াতি কার্যক্রম আরও জোরদার করতে হবে।”
বিশেষ অতিথিরা নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়ে বলেন,
“হেফাজতে ইসলামের লক্ষ্য শান্তি, ন্যায় ও ইসলামী সমাজ গঠন। প্রবাসের মাটিতে নতুন কমিটি সেই আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানের শেষে দেশ, মুসলিম উম্মাহর ঐক্য এবং প্রবাসী মুসলমানদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
নতুন নেতৃত্বের মাধ্যমে হেফাজতে ইসলাম ইতালি শাখা প্রবাসে ইসলামী কার্যক্রম নতুন উদ্যমে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
 
																			 
																		
























