০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

ড্রামভ‌র্তি লা‌শের টুক‌রোর প‌রিচয় মিলে‌ছে

কালেরধারা
  • আপডেট সময় ১০:২৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ৩৯ বার পড়া হয়েছে

রাজধানীর হাইকোর্টের সামনের সড়কের ড্রামে পাওয়া খন্ডি’ত ম’র’দে’হের পরিচয় মিলেছে। তার নাম মোঃ আশরাফুল হক (৪৩)। তিনি রংপুরের একজন কাঁচামাল ব্যবসায়ী। গত ১১ নভেম্বর ব্যবসার কাজে আশরাফুল রংপুর থেকে ঢাকা আসেন। আজ সন্ধ্যায় তার খন্ডিত ম’র’দে’হ উদ্ধার হয়েছে।
পুলিশ জানায়, মোঃ আশরাফুল হকের বাবার নাম মোঃ আব্দুর রশিদ এবং মা মোছাঃ এছরা খাতুন। রংপুর জেলার বদরগঞ্জ থানার শ্যামপুর নয়াপাড়া গোপালপুর তাদের বাড়ি।
মৃতদেহের ফিঙ্গার প্রিন্টের সূত্র ধরে আশরাফুলের পরিচয় জানা যায়। পাওনাদারদের কাছ থেকে টাকা উঠানোর কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। আদা, পেঁয়াজ ও রোশনসহ বিভিন্ন কাঁচামাল তিনি ভারত থেকে আমদানি করতেন। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়িদের সঙ্গে তার লেনদেন রয়েছে বলে প্রথমিকভাবে জানা গেছে।
তবে কেনো এবং কারা তাকে এভাবে মে’রে সড়কে ফেলে গেছে তা জানা যায়নি। এ ব্যাপরে কাজ করছে শাহবাগ থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ড্রামভ‌র্তি লা‌শের টুক‌রোর প‌রিচয় মিলে‌ছে

আপডেট সময় ১০:২৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

রাজধানীর হাইকোর্টের সামনের সড়কের ড্রামে পাওয়া খন্ডি’ত ম’র’দে’হের পরিচয় মিলেছে। তার নাম মোঃ আশরাফুল হক (৪৩)। তিনি রংপুরের একজন কাঁচামাল ব্যবসায়ী। গত ১১ নভেম্বর ব্যবসার কাজে আশরাফুল রংপুর থেকে ঢাকা আসেন। আজ সন্ধ্যায় তার খন্ডিত ম’র’দে’হ উদ্ধার হয়েছে।
পুলিশ জানায়, মোঃ আশরাফুল হকের বাবার নাম মোঃ আব্দুর রশিদ এবং মা মোছাঃ এছরা খাতুন। রংপুর জেলার বদরগঞ্জ থানার শ্যামপুর নয়াপাড়া গোপালপুর তাদের বাড়ি।
মৃতদেহের ফিঙ্গার প্রিন্টের সূত্র ধরে আশরাফুলের পরিচয় জানা যায়। পাওনাদারদের কাছ থেকে টাকা উঠানোর কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। আদা, পেঁয়াজ ও রোশনসহ বিভিন্ন কাঁচামাল তিনি ভারত থেকে আমদানি করতেন। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়িদের সঙ্গে তার লেনদেন রয়েছে বলে প্রথমিকভাবে জানা গেছে।
তবে কেনো এবং কারা তাকে এভাবে মে’রে সড়কে ফেলে গেছে তা জানা যায়নি। এ ব্যাপরে কাজ করছে শাহবাগ থানা পুলিশ।