০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

ইতালিতে সিলেটের উন্নয়নে বৈষম্যের প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত

কালেরধারা
  • আপডেট সময় ০৬:১৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের উন্নয়নে সরকারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে প্রবাসী সিলেটবাসীদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। সেই ক্ষোভ থেকেই বৃহত্তর ঐক্য ও আন্দোলনের লক্ষ্যে ইতালির রাজধানী রোমে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত ২০ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় রোমের স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে “সিলেটের উন্নয়নে বৈষম্যের প্রতিবাদে প্রবাসীদের ঐক্য সভা” শীর্ষক এই আলোচনায় অংশ নেন জালালাবাদ এসোসিয়েশন ইতালি-এর নেতৃবৃন্দসহ সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী। কেউ ছাত্র, কেউ ব্যবসায়ী, আবার কেউ সংগঠক—সবাই একই দাবিতে একত্রিত হন সিলেটের উন্নয়নের ন্যায্য হিস্যা আদায়ে।সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি সাব্বির আহমেদ, এবং অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সম্পাদক সাইফুর রহমান।সভায় সভাপতির বক্তব্যে সাব্বির আহমেদ বলেন,“আমরা প্রবাসে থেকেও সিলেটের উন্নয়নের খবর রাখি। অথচ বারবার দেখা যায়, সিলেটকে বঞ্চিত করা হচ্ছে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এই বৈষম্যের প্রতিবাদ জানানোর।”জালালাবাদ এসোসিয়েশন ইতালির সাবেক সাধারণ সম্পাদক জামিল উদ্দিন বলেন,“সিলেট শুধু প্রবাসীদের রেমিট্যান্সে সমৃদ্ধ নয়, সংস্কৃতি, শিক্ষা ও ইতিহাসেও এগিয়ে। কিন্তু সরকারের নীতিনির্ধারকরা বারবার সিলেটকে অবহেলা করেছেন। আমরা আর নীরব থাকব না—উন্নয়নের ন্যায্য ভাগ সিলেটকে দিতেই হবে।”বক্তারা আরও বলেন, সিলেট দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও উন্নয়নের ক্ষেত্রে সবসময় পিছিয়ে থাকে। তাই সিলেটের অবকাঠামো, শিক্ষাব্যবস্থা ও বিনিয়োগ সুযোগ বাড়াতে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়,
“বৈষম্যের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ করতে ইউরোপজুড়ে প্রচারণা চালানো হবে।”
এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্তও গৃহীত হয়।

রোমে অনুষ্ঠিত এই আলোচনা সভা শুধু প্রতিবাদের প্রকাশ নয়, বরং সিলেটের প্রতি প্রবাসীদের গভীর ভালোবাসা এবং ন্যায্য প্রাপ্য আদায়ের দৃঢ় প্রত্যয়ের বহিঃপ্রকাশ।

নিউজটি শেয়ার করুন

ইতালিতে সিলেটের উন্নয়নে বৈষম্যের প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:১৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের উন্নয়নে সরকারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে প্রবাসী সিলেটবাসীদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। সেই ক্ষোভ থেকেই বৃহত্তর ঐক্য ও আন্দোলনের লক্ষ্যে ইতালির রাজধানী রোমে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত ২০ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় রোমের স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে “সিলেটের উন্নয়নে বৈষম্যের প্রতিবাদে প্রবাসীদের ঐক্য সভা” শীর্ষক এই আলোচনায় অংশ নেন জালালাবাদ এসোসিয়েশন ইতালি-এর নেতৃবৃন্দসহ সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী। কেউ ছাত্র, কেউ ব্যবসায়ী, আবার কেউ সংগঠক—সবাই একই দাবিতে একত্রিত হন সিলেটের উন্নয়নের ন্যায্য হিস্যা আদায়ে।সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি সাব্বির আহমেদ, এবং অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সম্পাদক সাইফুর রহমান।সভায় সভাপতির বক্তব্যে সাব্বির আহমেদ বলেন,“আমরা প্রবাসে থেকেও সিলেটের উন্নয়নের খবর রাখি। অথচ বারবার দেখা যায়, সিলেটকে বঞ্চিত করা হচ্ছে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এই বৈষম্যের প্রতিবাদ জানানোর।”জালালাবাদ এসোসিয়েশন ইতালির সাবেক সাধারণ সম্পাদক জামিল উদ্দিন বলেন,“সিলেট শুধু প্রবাসীদের রেমিট্যান্সে সমৃদ্ধ নয়, সংস্কৃতি, শিক্ষা ও ইতিহাসেও এগিয়ে। কিন্তু সরকারের নীতিনির্ধারকরা বারবার সিলেটকে অবহেলা করেছেন। আমরা আর নীরব থাকব না—উন্নয়নের ন্যায্য ভাগ সিলেটকে দিতেই হবে।”বক্তারা আরও বলেন, সিলেট দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও উন্নয়নের ক্ষেত্রে সবসময় পিছিয়ে থাকে। তাই সিলেটের অবকাঠামো, শিক্ষাব্যবস্থা ও বিনিয়োগ সুযোগ বাড়াতে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়,
“বৈষম্যের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ করতে ইউরোপজুড়ে প্রচারণা চালানো হবে।”
এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্তও গৃহীত হয়।

রোমে অনুষ্ঠিত এই আলোচনা সভা শুধু প্রতিবাদের প্রকাশ নয়, বরং সিলেটের প্রতি প্রবাসীদের গভীর ভালোবাসা এবং ন্যায্য প্রাপ্য আদায়ের দৃঢ় প্রত্যয়ের বহিঃপ্রকাশ।