জামিল মাহমুদ-এর সহধর্মিণীর শারীরিক অসুস্থতার খবর পেয়ে
 
																
								
							
                                - আপডেট সময় ০১:২৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে
কালেরধারা ডেক্সঃ বরিশালের গৌরনদী উপজেলার সিনিয়র সাংবাদিক জামিল মাহমুদ-এর সহধর্মিণীর শারীরিক অসুস্থতার খবর পেয়ে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে তার বাসভবনে যান গৌরনদী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা।
এ সময় অসুস্থ সহধর্মিণীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় সংবাদকর্মী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে অসুস্থ সাংবাদিকের সহধর্মিণীর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গৌরনদী সাংবাদিক ফোরাম সদস্য সচিব ও ইনকেলাব গৌরনদী প্রতিনিধি  মেহেদী হাসান।
ফোরামের নেতৃবৃন্দ জামিল মাহমুদের পরিবারকে আশ্বস্ত করে বলেন—“গৌরনদী সাংবাদিক ফোরাম সবসময় সাংবাদিকদের সুখ-দুঃখে পাশে আছে এবং থাকবে।”
এ সময় জামিল মাহমুদ সাংবাদিক ফোরামের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সহধর্মিণীর সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন।
মাহফিল শেষে উপস্থিত অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয় এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
 
																			 
																		

























