অতিরিক্ত আইজি সরদার তমিজউদ্দীন আহমেদের বিদায় সংবর্ধনা
 
																
								
							
                                - আপডেট সময় ০২:৩৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি সরদার তমিজউদ্দীন আহমেদ, বিপিএম দীর্ঘ ৩৪ বছরের গৌরবময় কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন। এ উপলক্ষে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম। এ সময় অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদায়ী কর্মকর্তার কর্মজীবনের নানা স্মৃতি ও অবদান নিয়ে সহকর্মীরা স্মৃতিচারণ করেন। সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, “জনাব সরদার তমিজউদ্দীন আহমেদ পুলিশ বাহিনীর বিভিন্ন দায়িত্ব সততা ও সুনামের সাথে পালন করেছেন।” তিনি বিদায়ী কর্মকর্তার সুস্থ, সুন্দর ও শান্তিময় জীবন কামনা করেন।
নিজ বক্তব্যে অতিরিক্ত আইজি সরদার তমিজউদ্দীন আহমেদ কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, তিনি ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে
 
																			 
																		























