আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার
 
																
								
							
                                - আপডেট সময় ০৪:৩৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ১২৮ বার পড়া হয়েছে
 বিপ্লব হোসেন আগুন,গৌরনদী  (বরিশাল):
বরিশালের গৌরনদীতে পাহারাদারদের বেঁধে একাধিক দোকানে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম সহযোগী সদস্য জালাল মিজিকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।
জানা গেছে, গত ৮ অক্টোবর গভীর রাতে গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবের চর বাজারে পাহারাদারদের বেঁধে একাধিক দোকানে ডাকাতি করে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে নেমে পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মুন্সিগঞ্জ সদর থানা এলাকা থেকে জালাল মিজিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জালাল মিজি মুন্সিগঞ্জ সদর উপজেলার বানিয়াল মহেশপুর গ্রামের কাশেম মিজির ছেলে।
আজ ১৫ অক্টোবর (বুধবার) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয় এবং পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন,
“ডাকাতির ঘটনায় মামলা দায়েরের পর থেকেই আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযানে নেমেছিলাম। মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম সদস্য জালাল মিজিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে বরিশালসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।”
তিনি আরও বলেন,ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশের এই দ্রুত ও সফল অভিযানে স্থানীয় জনসাধারণ গৌরনদী থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
📍 সূত্র: গৌরনদী মডেল থানা, বরিশাল।
 
																			 
																		




















